চাকরির খবর

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগে মহাসমাবেশের ঘোষণা

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৮:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী ৩০ সেপ্টেম্বর (সোমবার) শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সমাবেশের আগে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অহিংস এই আন্দোলনে যোগ দিতে সবাইকে দেশের বিভিন্ন স্থান থেকে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত থাকা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শরিফুল ইসলাম শুভ নামের একজনকে আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তেরও ঘোষণা দেন তারা।

আরও খবর

Sponsered content