সারাদেশ

চাঁদার দাবিতে উতপ্ত বরিশাল স্পীডবোট ঘাট এলাকা,থানায় অভিযোগ

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৪ , ১:৫৫:৫১ প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম রবি॥চাঁদা না পেয়ে মারধর সহ প্রাণনাশের হুমকি দিয়েছে।এমন অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল এলাকার বাসিন্দা মোসাঃ নুসরাত জাহান (২২)।বুধবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল কোতয়ালী মডেল থানায় এ অভিযোগ দেয়া হয়।

অভিযুক্তরা হলেন-একই এলাকার বাসিন্দা মোঃ মামুন হাওলাদার(৩৫),মোঃ রুহুল হাওলাদার(৪৩),মোঃ সোহেল হাওলাদার(৩০),মোঃ রুবেল(৪৫),মোঃ ইব্রাহীম(৩০) ও শিল্পী (৪১)।

লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে,বরিশাল জেলা স্পীডবোট মালিক সমিতির এক পরিবারের সদস্য হলেন আবেদনকারী। অভিযুক্তরা নিজেদের বিএনপি রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে গত ৫ আগস্টের পর চাঁদা দাবি করে আসছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় আবেদনকারীর মা মাছ কিনতে গেলে অভিযুক্ত নারী শিল্পী অকারণে ঝগড়া করে।এ ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে মা-মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।

বরিশাল জেলা স্পীডবোট মালিক এর লাইন সম্পাদক মোঃ তারেক শাহ্ বলেন,আমার বোন ও মাকে মারধর করেছে হামলাকারীরা।

আরও খবর

Sponsered content