সারাদেশ

চাঁদাবাজ ও দখলবাজদের বিএনপিতে ঠাঁই হবে না: আমির খসরু

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৩:৪০:৫০ প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজ ও দখলবাজদের বিএনপিতে ঠাঁই হবে না: আমির খসরু

প্রয়োজনে ২০ হাজার নেতাকর্মী বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি

চট্টগ্রাম,প্রতিনিধি।।বিএনপিতে চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িতদের কোনোভাবেই দলে রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,ইতোমধ্যে ৭ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে,প্রয়োজনে এই সংখ্যা ২০ হাজারেও পৌঁছাতে পারে। তবুও চাঁদাবাজদের দলে ঠাঁই দেওয়া হবে না।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন,“‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানের আদর্শেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ কীভাবে চলবে,তা কোনো বিদেশি শক্তি ঠিক করে দেবে না।অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশ চলবে না; সর্বাগ্রে প্রাধান্য পাবে দেশের মানুষ ও বাংলাদেশের স্বার্থ।”

তিনি আরও বলেন,বিএনপি ক্ষমতায় এলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে আড়াই হাজার টাকা করে প্রদান করা হবে। শুধু গণতন্ত্রের মুক্তিই নয়,বিএনপি দেশের অর্থনৈতিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আপসহীনতার কথা তুলে ধরে আমির খসরু বলেন,“স্বৈরাচারী সরকার বেগম জিয়াকে জেলে রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তবুও তিনি কোনো আপস করেননি।অথচ আজ যারা ধর্মের নামে ব্যবসা করছে,হাসিনাসহ তারা সবাই একসময় এরশাদের সঙ্গে হাত মিলিয়ে আপস করেছিল।বেগম জিয়া সেই পথে হাঁটেননি।”

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content