সম্পাদকীয়

চরিত্রই আসল পরিচয়

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৯:০৮:১০ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।তাহরিমা জান্নাত সুরভী প্রসঙ্গ নতুন করে আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া একজন তরুণীর কাছ থেকে আমরা কী ধরনের আচরণ প্রত্যাশা করি? স্পষ্টভাবে বলতে গেলে,উগ্রপন্থী বা হঠকারী আচরণ কোনো শ্রেণির মানুষের জন্যই গ্রহণযোগ্য নয়।সামাজিক পরিবর্তন আসে ধৈর্য,শিক্ষা, শালীনতা ও নৈতিকতার মাধ্যমে।

এই বাস্তবতায় জাইমা রহমানের জীবনাচরণ তরুণ সমাজের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত।তাঁর স্বভাব,চরিত্র,আদর্শিক দৃঢ়তা,নম্রতা,ভদ্রতা,শিষ্টাচার ও সামাজিক আচরণ প্রমাণ করে—ক্ষমতা ও পরিচয় থাকা সত্ত্বেও একজন মানুষ কতটা সংযত ও মানবিক হতে পারেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পরিবারের সন্তান হয়েও দীর্ঘ ১৭ বছর লন্ডনে বসবাস ও উচ্চশিক্ষা গ্রহণের পর তাঁর মধ্যে অহংকার বা উচ্ছৃঙ্খলার কোনো প্রকাশ দেখা যায় না।বরং তাঁর পোশাক-পরিচ্ছেদ ও আচরণে ফুটে ওঠে এক স্বাভাবিক বাঙালি মেয়ের শালীনতা ও সাংস্কৃতিক শেকড়ের প্রতি দায়বদ্ধতা।

আজকের সমাজে সবচেয়ে বড় সংকট পরিচয়ের অহংকার ও আচরণের দৈন্যতা।জাইমা রহমানের মতো ব্যক্তিত্বরা সেই সংকটের বিপরীতে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন—চরিত্র গড়ে ওঠে পারিবারিক ক্ষমতায় নয়,ব্যক্তিগত মূল্যবোধে।এই শিক্ষাই তরুণ সমাজের জন্য সবচেয়ে প্রয়োজন।

আরও খবর

Sponsered content