সারাদেশ

চট্টগ্রামে ২৫০০কেজি মা ইলিশ জব্দ করেছে-যৌথ বাহিনী

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৬:৪৮:৪০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চট্টগ্রাম নগরীর আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২৫০০কেজি মা ইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী।এ সময় সাগর থেকে ঘাটে আসা চারটি ফিশিং বোটের চারজন ব্যক্তিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১২ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ,জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নগরীর সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার গোপন তথ্যের ভিত্তিতে আমরা আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালাই।সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।নিষেধাজ্ঞা অমান্য করায় চার ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইনে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

জব্দকৃত এই বিপুল পরিমাণ ইলিশ সংরক্ষণের পরিবর্তে তাৎক্ষণিকভাবে মানবিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান,’জব্দ করা আড়াই হাজার কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা,বিক্রি,পরিবহন ও মজুদের ওপর সারা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও খবর

Sponsered content