বিনোদন

চট্টগ্রামে বীরকন্যা প্রীতিলতা‘র ছয় দিনের প্রদর্শনী শুরু হচ্ছে

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৪:৩৫ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক রিপোর্ট।।ব্রিটিশবিরোধী আন্দোলনে আত্মাহুতি দেওয়া বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্পে নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা‘র ছয় দিনের প্রদর্শনী শুরু হচ্ছে চট্টগ্রামে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর ঐতিহ্যবাহী জে এম সেন হলে প্রদর্শনীর উদ্বোধন করবেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির পরিচালক প্রদীপ ঘোষ জানান,শনিবার থেকে প্রতিদিন বেলা ১২টা,বেলা ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদশনী হবে।

১০০ টাকা দর্শনীর বিনিময়ে সিনেমাটি দেখা যাবে।তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে অর্ধেক দামে টিকেট পাবে বলে জানান তিনি।

কথা সাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে নির্মিত বীরকন্যা প্রীতিলতা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

বিপ্লবী রামকৃঞ্চ বিশ্বাসের চরিত্রে মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্য সেনের চরিত্রে কামরুজ্জামান তাপু অভিনয় করেছেন।সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

গত ৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের ১০টি সিনেমা হলে ‘বীরকন্যা প্রীতিলতা‘চলচ্চিত্রটি মুক্তি পায়।

আরও খবর

Sponsered content