প্রতিনিধি ১১ মে ২০২৫ , ৬:০৮:৩১ প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি।ফেনীতে সাউথইস্ট ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের সঞ্চিত টাকা আত্মসাতের অভিযোগে মো. জিয়াউল হক (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে ফেনী শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মো. জিয়াউল হক জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠাননগড় গ্রামের সালমান হাজি বাড়ির আবদুল হকের ছেলে।তিনি সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখায় জুনিয়র অফিসার পদে কর্মরত আছেন।
পুলিশ জানায়,সাউথইস্ট ব্যাংকের দাগনভূঞা সিলোনিয়া বাজার শাখায় জুনিয়র অফিসার মো. জিয়াউল হক ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা তাঁদের অ্যাকাউন্ট থেকে তুলে নেন।বিষয়টি জানাজানি হলে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ব্যাংকে এসে অভিযোগ করেন।৪ মে ওই ব্যাংক কর্মকর্তা আত্মগোপন করেন।পরে ওই শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান ৬ মে দাগনভূঞা থানায় জিয়াউল হককে আসামি করে মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে।এ নিয়ে ‘ফেনীতে সাউথইস্ট ব্যাংক থেকে আমানতকারীদের টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে ৬ মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানান,গ্রেপ্তার আসামি এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
এর আগে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখায় জিয়াউল হকের বিরুদ্ধে তদন্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্ত শুরুর আগেই তিনি গা ঢাকা দেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন,গ্রাহকদের আমানতের অর্থ ব্যাংক হিসাব থেকে তুলে নেওয়ার বিষয়টি জানার পর ব্যাংকের অডিট বিভাগের কর্মকর্তারা এই শাখায় এসে তথ্য সংগ্রহ করেছেন। এখনো অডিটের প্রতিবেদন আসেনি।কতজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কী পরিমাণ অর্থ সরানো হয়েছে তা প্রতিবেদন পাওয়ার আগে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

















