অপরাধ-আইন-আদালত

গোলাম ফারুককে নিয়ে ব্যারিস্টার সুমনের প্রশ্ন:-

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৫:৩৮:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসির) সদস্য অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি থাকাকালে নানা কারণে আলোচিত-সমালোচিত ছিলেন।তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েকডজন প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।

মহাপরিচালক থাকাকালে ডিজি থাকাকালে ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও শোকজের নোটিশ জারি করেছিলেন তৎকালীন শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন।

গতকাল সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সেই চিঠি তার ফেসবুকে পোস্ট দিয়ে একটা প্রশ্ন করেছেন। তার সেই স্ট্যাটাসে তোলপাড় সৃষ্টি হয়েছে।সুমনের স্টাটাসে দেওয়া শোকজের চিঠির বিষয়ে ২০২১ গনমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়।সেসিপ প্রকল্পের কেনাকাটায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও ডিজি সৈয়দ গোলাম ফারুক ও অন্যান্যদের দুর্নীতি বিষয়ে আনা হয়।

আরও খবর

Sponsered content