প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ৫:৫৫:৩৯ প্রিন্ট সংস্করণ
কাশিয়ানী(গোপালগঞ্জ)প্রতিনিধি।।গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন রোববার বলেন, এনসিপির সমাবেশে বাধা দেওয়ার মামলায় শনিবার রাতে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সেলিম (৫৮) সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।পরে উপদেষ্টা পরিষদের সদস্য হন।৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর তিনি দল পরিবর্তন করেন।
চলতি বছরের ১৪ মার্চ মো. মাহাবুবুল আলম সেলিমকে আহ্বায়ক এবং মো. জাহিদ খানকে সদস্যসচিব করে কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মামলার বরাতে পুলিশ জানায়,১৬ জুলাই গোপালগঞ্জ শহরে এনসিপির কর্মসূচিতে বাধা দিতে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যান।
এ ঘটনায় পরের দিন কাশিয়ানী থানার এসআই আলীমুল হুদা জনি একটি মামলা করেন।এতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।
গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. আব্দুল্লাহ বলেন,”ঘোষণার ১৫ দিন পর কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।আওয়ামী লীগের বড় ধরনের কোনো পদধারীকে দলে নেওয়া যাবে না বলে নির্দেশনা আছে।
“খোঁজ নিয়ে জানতে পেরেছি,মাহাবুবুল আলম সেলিম আওয়ামী লীগের বড় পদে ছিলেন।এটা জানার পর ওই কমিটি স্থগিত করা হয়েছে।”
















