প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৩:১৫:৫১ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জের মহারাজপুর এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এক তরুণীর ওপর যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়,অভিযুক্ত ব্যক্তি বোরখা পরিহিত অবস্থায় মাদ্রাসায় প্রবেশ করেন।ঘটনার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়,অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
















