জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত সচিব হলেন মো. নবীরুল ইসলাম

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ৬:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নতুন গৃহায়ন ও গণপূর্ত সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলোচিত অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম।নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতির পর তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করে বুধবার (৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২২ সালে সরকারি কর্মকর্তাদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসের বইয়ের তালিকায় নিজের লেখা ২৯টি বই অন্তর্ভুক্ত করে সমালোচিত হন তিনি।

এক বছর চুক্তিতে থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের চুক্তির মেয়াদ আগামী ৯ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

২০২২ সালে সরকারি কর্মকর্তাদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসের জন্য এক হাজার ৪৭৭টি বইয়ের তালিকা করা হয়। সেই তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলামেরই ২৯টি বই স্থান পেয়েছিল।পরে সমালোচনার মুখে নবীরুল ইসলামের বই থাকা সেই তালিকাটি বাতিল করা হয়।

আরও খবর

Sponsered content