অপরাধ-আইন-আদালত

গুলশান থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৭:০৪:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর গুলশান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশান আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেপ্তাররা হলেন মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) এবং মো. মহিউদ্দিন (২২)।

ডিএমপি জানায়,টহলকালে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি শুরু করে।এ সময় পালানোর চেষ্টা করলে রাসেল ও মহিউদ্দিনকে আটক করা হয়।পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির পক্ষে তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content