সম্পাদকীয়

গুজব যখন রাষ্ট্রদ্রোহের ছায়া ফেলে

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৩:০৯:৩০ প্রিন্ট সংস্করণ

গুজব যখন রাষ্ট্রদ্রোহের ছায়া ফেলে

মাজহারুল ইসলাম।।রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা।আর সেই আস্থার শিরায় বিষ ঢালার সবচেয়ে সহজ অস্ত্র হলো গুজব। ‘২৬ লাখ ভারতীয় সরকারি চাকরি’—এই মিথ্যা শুধু একটি সংখ্যা নয়; এটি পরিকল্পিতভাবে তরুণ সমাজের মনে ক্ষোভ, বিভ্রান্তি ও বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা।

আইন উপদেষ্টার মতো সাংবিধানিক দায়িত্বশীল পদে থেকে যদি কেউ প্রমাণহীন অপপ্রচারকে পৃষ্ঠপোষকতা করেন,তবে সেটি ব্যক্তিগত ব্যর্থতা নয়—রাষ্ট্রীয় অপরাধের কাছাকাছি চলে যায়। সংবিধান মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে ঠিকই,কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা ধ্বংসের লাইসেন্স দেয়নি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে যেভাবে রাজনৈতিক বয়ান নির্মাণ করা হচ্ছে,সেখানে মানবিক শোকের চেয়ে রাজনৈতিক ফায়দা স্পষ্ট।চিকিৎসা,নিরাপত্তা ও দায়—এই তিন প্রশ্নের নিরপেক্ষ তদন্ত ছাড়া কোনো মন্তব্যই গ্রহণযোগ্য হতে পারে না।

গুজব দিয়ে একবার দেশ অস্থিতিশীল করা হয়েছে,এবার ইতিহাস লেখার চেষ্টা চলছে।কিন্তু ইতিহাস মিথ্যার ওপর দাঁড়ায় না।দাঁড়ায় সত্য,নথি ও দায়বদ্ধতার ওপর।

রাষ্ট্র যদি এখনো নীরব থাকে,তবে প্রশ্ন উঠবে—গুজব কি কেবল অপরাধ নয়,নাকি অঘোষিত রাষ্ট্রনীতি?এই প্রশ্নের উত্তর দিতেই হবে,নচেৎ ক্ষয়টা হবে অপূরণীয়।

আরও খবর

Sponsered content