সারাদেশ

গাবতলীতে মাইকে ডেকেও যাত্রী পাচ্ছে না!

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ৫:১৮:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এই টিকিট লন, টিকিট লন ভাই। ঈদ স্পেশাল, ঈদ স্পেশাল।আগে আইলে আগে পাবেন…।’

বৃহস্পতিবার সকাল থেকে এমন শব্দ শোনা যাচ্ছে গাবতলীর বিআরটিসি বাস ডিপোর ঈদ স্পেশাল সার্ভিসের কাউন্টারে।

যাত্রী তেমন নেই।মাইকে ডেকে ডেকে টিকিট বিক্রি করা হচ্ছে।সেখানে কথা হয় রংপুরের যাত্রী শাহ আলমের সঙ্গে।

তিনি বলেন, ‘মাত্র এসেই টিকিট কিনলাম।অন্যান্য বছরের মতো কোনো চাপ নাই, কোনো তাড়াহুড়ো নাই। যাত্রী ডেকে ডেকে আনছে।’

বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রেতা আব্দুল খালেক  বলেন, ‘দেখতেই তো পারতেছেন যাত্রীর কী অবস্থা।যাত্রী পাওয়া যাচ্ছে না মাইকে ডেকেও।এ বছর যাত্রী তেমন নাই।’

গোপালগঞ্জের যাত্রী সজীব মোল্লা বলেন, ‘গাবতলী আসছি সাড়ে ১০টায়।১১টার বাসের টিকিট কাটলাম, তবে সিট কভার পাইছি।এক ঘণ্টা অপেক্ষা করলে ভালো সিট পেতাম, কিন্তু এখন সিটের থেকে বড় কথা যত দ্রুত বাড়ি যাওয়া যায়।

‘এই সময়ে এসে এত অল্প সময়ে যেতে পারতেছি,এটাই তো বেশি।অন্য বছরগুলোতে তো ভেঙে ভেঙে যাওয়া লাগছে।কত ঝামেলা পোহাইছি তখন।’

গোপালগঞ্জ রুটে চলাচলকারী কমফোর্ট লাইন পরিবহনের শ্যামল বালা বলেন,আজকেও গতকালের মতো অবস্থা।গতকাল তো ভোর থেকে দুই-আড়াই ঘণ্টা চাপ ছিল,কিন্তু আজকে ওই চাপটাও নাই।অন্যান্য সময়ের মতই স্বাভাবিক।’

 

ঈগল পরিবহনের জয়ন্ত রায় চৌধুরী বলেন, ‘এই বছর আমরা ট্রিপ কমিয়ে দিছি।যেহেতু যাত্রী কম,তাই বাসের সংখ্যা বাড়াই নাই।যাত্রী সব সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে যাচ্ছে।’

গাবতলী টার্মিনাল এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. হাফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ডিউটি করছি।স্বাভাবিক সময়ের থেকেও কম চাপ রাস্তায়।

‘অনেকটাই ফাঁকা ঈদের যাত্রার তেমন কোনো ফ্লেভার নাই রাস্তায়।’

আরও খবর

Sponsered content