সারাদেশ

গাজীপুর সিটিতে অবৈধ পাঁচ কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ১:০১:৩৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি।।আজ বুধবার (১৯ অক্টোবর ২০২২) পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা পুলিশ-প্রশাসন গাজীপুর,পল্লি বিদ্যুৎ,গাজীপুর, ডেসকো,টঙ্গী জোন,তিতাস গ্যাস,গাজীপুর ও তিতাস গ্যাস, টঙ্গীর সহযোগিতায় গাজীপুর জেলার টঙ্গী ও সদর এলাকায় অবস্থিত হয়ে জে এম অটো ওয়াশ,হোসেন মার্কেট,টঙ্গী, গাজীপুর অভিযান করে।

জিবিএস লন্ড্রি লি., গাজীপুরা, টঙ্গী, গাজীপুর।মিক সোয়েটার এন্ড ফ্যাশনস লি., সালডা, শরীফপুর, জাতীয় বিশ্বিবদ্যালয়,গাজীপুর ব্যাক বেঞ্চয়ার ডিনিমওলজি, কান্তা কর্পোরেশন, ভোগড়া বাইপাস,গাজীপুর আলিফ লন্ড্রি, কাজীবাড়ী রোড, গজীপুরা, টঙ্গী, গাজীপুর, নামক পরিবেশগত ছাড়পত্র বিহীন অবৈধ কারখানাগুলো কোনো ধরনের তরল বর্জ্য পরিশোধনাগার বিহীন গার্মেন্টস ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতিসাধন করায় মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর মহোদয়ের অনুমোদনক্রমে কারখানাগুলোর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

আজকের পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক নয়ন মিয়া,সহকারী পরিচালক মমিন ভূইয়া, পরিদর্শকসঞ্জিত বিশ্বাস,জেলা পুলিশের সদস্যবৃন্দ, পল্লি বিদ্যুৎ, তিতাস গ্যাস ও ডেসকোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষায় সকল অবৈধ কারখানার বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content