রাজনীতি

গাজীপুরে চাঞ্চল্য: বিএনপির প্রার্থী পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ফোনকল ভাইরাল

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৯:৩৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিএনপির প্রার্থী পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি ফোনকল।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভাইরাল হওয়া ফোনকলে একজন ব্যক্তিকে নিজেকে গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি হিসেবে পরিচয় দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।ওই কথোপকথনে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে নির্দিষ্ট অঙ্কের অর্থ ‘দলীয় কাজ’ ও ‘নির্বাচনী ব্যবস্থাপনা’র নামে দাবি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ব্যবসায়ী মহলের অভিযোগ,এ ধরনের ফোনকল শুধু ভয়ভীতি নয়,বরং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা,যা সরাসরি চাঁদাবাজির অভিযোগের জন্ম দেয়।তারা বলছেন,শিল্পাঞ্চল গাজীপুরে এ ধরনের ঘটনা বিনিয়োগ পরিবেশ ও আইনের শাসনের জন্য অশনিসংকেত।

এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশ বিষয়টিকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করলেও,অপর একটি অংশ বলছে—অডিও ক্লিপের সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে দলটির ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

আইন বিশেষজ্ঞদের মতে,ভাইরাল ফোনকলের কণ্ঠস্বর যাচাই, কল রেকর্ড বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে কি না—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুরের সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলের একটাই দাবি—
রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য জনসমক্ষে আনা হোক।

আরও খবর

Sponsered content