অপরাধ-আইন-আদালত

গাজীপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তারের চেষ্টা চলছে

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৫:৪৩:০২ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তারের চেষ্টা চলছে

গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলার অভিযুক্ত হলেন মোঃ ফারুক (৩০),পিতা—কামাল হোসেন।তিনি মধ্য আরিচপুর, গালর্স স্কুল রোড,আলম ভিলা এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়,টঙ্গী ভরান গালর্স স্কুল রোডে অবস্থিত একটি ভবনের নিচতলায় ভুক্তভোগী কিশোরী অঙ্কিতা ঘোষ (১২) তার মা অনিকা রানী দাস-এর সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।অভিযুক্ত ফারুক একই ভবনের নিচতলায় বেকারির মালামাল বিক্রির ব্যবসা করতেন।

অভিযোগে বলা হয়েছে,দীর্ঘদিন ধরে ব্যবসার সুবাদে অভিযুক্ত কিশোরীকে উত্ত্যক্ত করতেন।একপর্যায়ে তিনি কিশোরীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে অশালীন বার্তা ও নিজের বিবস্ত্র ছবি পাঠান।

ঘটনার দিন,১ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত কিশোরীর কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এ সময় কিশোরীর পরিহিত জামাকাপড় ছিঁড়ে ফেলার সময় চিৎকারে পাশের কক্ষে থাকা তার মা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগীকে ৭ ডিসেম্বর ২০২৫ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এজাহারে উল্লেখ করা হয়েছে,ভুক্তভোগীর মা অসুস্থতা ও পারিবারিক আলোচনা কারণে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।

টঙ্গী পূর্ব থানার পুলিশ জানিয়েছে,মামলাটি শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।অভিযুক্ত ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ জাতীয়তাবদ্ধ ও শাস্তিযোগ্য। এ ধরনের ঘটনার দ্রুত তদন্ত ও অভিযুক্তের গ্রেপ্তারের মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।পরিবার ও স্থানীয় প্রশাসনের সচেতনতা ও সহযোগিতাও অপরিহার্য।

আরও খবর

Sponsered content