প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৪:১৭:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি এবং গণমাধ্যমের নীরবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে দেশের চলমান অবস্থা নিয়ে মন্তব্য করেছেন।

ফোনালাপে শেখ হাসিনা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।তিনি বলেন,তাঁর সময়ে যারা নিয়মিত সরকারের সমালোচনা করত,তারা এখন দেশের প্রকৃত দুরবস্থা নিয়ে লিখতে ভয় পাচ্ছে।তিনি বিস্ময় প্রকাশ করে বলেন,“আমার খুব জানতে ইচ্ছা করে,ডেইলি স্টার আর প্রথম আলো কি এখন বাংলাদেশের প্রকৃত অবস্থা লেখার সাহস রাখে?”
শেখ হাসিনা নিজের শাসনামলে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার কথা স্মরণ করে বলেন,তখন তাকে নিয়ে সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা ছিল।এমনকি তাকে ‘খুনি’ বা ‘ফ্যাসিবাদ’ বলা হলেও তিনি কখনও কারও কণ্ঠ রোধ করেননি।
তিনি বলেন,“আমার সময়ে তো ইচ্ছামত শেখ হাসিনাকে গালি দিতে পারতো,লিখতে পারতো,সমালোচনা করতে পারতো।”
তিনি বিরোধীদের ‘ফ্যাসিবাদ’ তকমার প্রসঙ্গও তুলে ধরে বলেন, “এখন দেখতেছে না ফ্যাসিবাদ কে?চোখ থাকলেই দেখা যায়।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ যে দুঃশাসন বা অরাজকতার সঙ্গে জীবিত তা বোঝাতে চেয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,শেখ হাসিনার এই বক্তব্য সমর্থকদের মনোবল চাঙ্গা করবে এবং সাধারণ মানুষকে নতুন করে ভাবতে শেখাবে যে,অতীতের সময়ে তারা কতটা স্বাচ্ছন্দ্যে মত প্রকাশ করতে পারতেন।

















