রাজনীতি

গণঅধিকার পরিষদে যোগদান করছে-আসিফ মাহমুদ সজীব

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মূলত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতেই তিনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন।তিনি কোন দলে যোগ দিচ্ছেন-সেটি নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহলের শেষ নেই।

এ বিষয়ে বৃহস্পতিবার কথা বলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।তিনি গণমাধমকে বলেন,সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এক সময় আমাদের সঙ্গে রাজনীতি করেছেন এবং তার সঙ্গে আমাদের সখ্য রয়েছে।তিনি পদত্যাগ করার আগের দিনও তার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।গণঅধিকার পরিষদ আসার ব্যাপারে তিনি ইতিবাচক।কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।তিনি যদি আমাদের সঙ্গে আসতে চান।সেক্ষেত্রে তার যোগ্যতা ও মর্যাদা অনুযায়ী তাকে সম্মানিত করা হবে।

রাশেদ আরও বলেন,আন্দোলন সংগ্রমে তিনি ভূমিকা রেখেছেন।বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের তিনি নায়ক। তিনি চাইলে যে কোনো দলে যোগদান করতে পারেন।অথবা নতুন দলও গঠন করতে পারেন।সেই স্বাধীনতা তার রয়েছে। যেহেতু আমরা একসঙ্গে রাজনীতি করেছি,আমাদের সঙ্গে তার সখ্য রয়েছে,সেক্ষেত্রে গণঅধিকার পরিষদে আসলে তার জন্য ভালো হবে।তিনি সহজে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। যেটি অন্য দলের ক্ষেত্রে তার জন্য কঠিন হবে।তিনি যদি চান গণঅধিকার পরিষদে আসতে পারেন।তার জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা রয়েছে।

এর আগে,বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।তিনি বলেন,‘আমি নির্বাচন করব,এটা নিশ্চিত।যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে।’

জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ।রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে,তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি,কলাবাগান,নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন।ইতোমধ্যে তিনি এ আসনের ভোটারও হয়েছেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান।তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আরও খবর

Sponsered content