রাজনীতি

গণঅধিকার পরিষদের সভাপতি নুর সাময়িক বহিষ্কার,কারণ দর্শানোর নোটিশ

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৫:০৯:৪৮ প্রিন্ট সংস্করণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুর সাময়িক বহিষ্কার,কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি মোঃ নুরুল হক (নুর)-কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) গণঅধিকার পরিষদের দপ্তর থেকে জারি করা এক কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বহিষ্কার আদেশে এ তথ্য জানানো হয়।দলটির সূত্র নম্বর গ.অ.প./প্রে.বি./৩৪০ অনুযায়ী প্রকাশিত নোটিশে বলা হয়,দলের উচ্চতর পরিষদ,কেন্দ্রীয় সংসদ,জেলা প্রতিনিধিবৃন্দ,অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মনোনীত প্রার্থীদের অবহিত না করে এককভাবে নির্বাচনী জোট বা আসন সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন মোঃ নুরুল হক।যা দলীয় শৃঙ্খলা,ঐক্য ও ভাবমূর্তির জন্য চরম হুমকিস্বরূপ।

নোটিশে আরও উল্লেখ করা হয়,উচ্চতর পরিষদের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চতর পরিষদের নির্দেশক্রমে আদেশে স্বাক্ষর করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

এ বিষয়ে মোঃ নুরুল হকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content