প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৭:৪৯ প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি।।খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক নারীর নাম মোসা. তনিমা,তিনি যুবশক্তির নেত্রী বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকালে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজ এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন।ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে,ঘটনার পেছনের কারণ ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।প্রয়োজনে আটক ব্যক্তিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।











