জাতীয়

খুলনা,বরিশাল, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলার বিদ্যুৎ বিছিন্ন

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৫ , ৪:৩৯:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আওতাধীন খুলনা,বরিশাল, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়।

এর ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় এসব অঞ্চল।তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ায় দুর্ভোগে পড়ে এ অঞ্চলের মানুষ।

তবে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হয়।

এ বিষয়ে ওজোপাডিকোর সদর দপ্তরের নির্বাহী পরিচালক (পরিচালন) মো. আব্দুল মজিদ বলেন,ঢাকার আমিন বাজার থেকে গোপালগঞ্জের মধ্যবর্তী কোনো একটি স্থানে ৪০০ কেভি লাইনের ত্রুটি দেখা দেয়।

এতে প্রায় সোয়া এক ঘণ্টা খুলনা,বরিশাল,ফরিদপুরসহ ১৫ জেলায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়।তবে, রাত ৮টার দিকে খুলনা,বরিশালের অধিকাংশের বিভিন্ন স্থানে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হয়।

আরও খবর

Sponsered content