প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ৫:২৭:০৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

রবিবার রাতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।
মেডিকেল বোর্ড জানায়,বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন।দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে।স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে।সিটিস্ক্যান,ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রবিবার সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।
মেডিকেল বোর্ড থেকে আরও জানানো হয়,বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন।দুই পুত্রবধূ,ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।
এদিকে টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।তার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল রোববার।তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি।এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে।এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন আর্থ্রাইটিস,ডায়াবেটিসের পাশাপাশি কিডনি,লিভার,ফুসফুস, হৃদযন্ত্র,চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

















