প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:২৩:১৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা ব্যানার্জী লিখেছেন,“বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত।আমি তার শোকসন্তপ্ত পরিবার,বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।”
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে ২০১৫ সালে তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন নরেন্দ্র মোদী।
খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিবেশী দেশ ভারতসহ আন্তর্জাতিক মহল থেকেও শোক ও সমবেদনা জানানো হচ্ছে।
















