প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:০৭:২০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় বলেন,“ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।তার দীর্ঘ জনজীবনে তিনি দেশের রাজনৈতিক যাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তার পরিবার,সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
এছাড়া কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।















