জাতীয়

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার: আইন উপদেষ্টা

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:৩২:৩৯ প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।।বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজকে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।আইন উপদেষ্টা বলেন,এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়,বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী,প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করার কথা রয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।জানাজা ও দাফন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content