রাজনীতি

খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টার সময় আটক যুবক ২ দিনের রিমান্ডে

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৩ , ৫:২২:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টার সময় আটক যুবকের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এই রিমান্ড মঞ্জুর করেন।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল শনিবার বিকেলে তাঁর কেবিনে ঢোকার চেষ্টার সময় মো. সুজন (৩৪) নামের ওই যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম আজ বেলা তিনটার পরব বলেন সুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

ওসি মাইনুল ইসলাম বলেন, সুজন কেন এভারকেয়ার হাসপাতালে এলেন এবং কেন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানিয়েছে, সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে।

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক

হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তাঁর (খালেদা জিয়া) নিরাপত্তাব্যবস্থা কেন এত দুর্বল,তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই নেতা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন,খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।তবে তাঁকে এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।

আরও খবর

Sponsered content