আন্তর্জাতিক

খার্তুম থেকে মার্কিন কূটনীতিক সরিয়ে নেওয়া হয়েছে

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ৩:৪৯:২৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সুদানের খার্তুম থেকে মার্কিন কূটনীতিক এবং তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্তুম থেকে মার্কিন সরকারের কর্মীদের বের করার জন্য একটি অভিযান পরিচালনা করেছে।

এর আগে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলেছিল,রবিবার ভোরের মিশনে ছয়টি বিমান ব্যবহার করা হয়েছিল। সেগুলো বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছিল।

তবে এ বিষয়ে অনেক তথ্য এখনও অস্পষ্ট।কারণ সুদান থেকে ঠিক কতজন বিদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে তা নিশ্চিত করা হওয়া যায়নি।

তবে শনিবারের অভিযানের আগে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ প্রায় ৭০ জন সরকারি কর্মীকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।

এদিকে বাইডেন নিশ্চিত করেছেন যে, খার্তুমে দূতাবাস এখন বন্ধ রয়েছে।তিনি বলেছেন,আমরা সুদানে মার্কিন দূতাবাসে অস্থায়ীভাবে কার্যক্রম স্থগিত করছি। ’

তিনি দূতাবাসের কর্মীদের সাহস,পেশাদারিত্ব এবং অতুলনীয় দক্ষতার প্রশংসা করেছেন।

আরও খবর

ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক চুল্লি

জি-৭ শীর্ষ সম্মেলনের নেতারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্য অর্জনে নিরস্ত্রীকরণ ও পরমাণু বিস্তার রোধে প্রচেষ্টা অব্যাহত

টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার বিরল অভিজ্ঞতা সঞ্চয়ে শাহজাদার সঙ্গে তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে

প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনও পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না-ভারতীয় সেনাপ্রধান,জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

মধ্য এশিয়ার পাঁচটি দেশের নেতাকে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন-পুতিন

Sponsered content