আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে-পাকিস্তান

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৪ , ৫:০৩:৫৫ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের ওপর নাখোশ হয়েছে পাকিস্তান।এরইমধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।শুক্রবার (২০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে বলেছে,তারা এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে।

বৃহস্পতিবার এক বিবৃতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে আমাদের অঞ্চল এবং এর বাইরের কৌশলগত স্থিতিশীলতার জন্য এই নিষেধাজ্ঞা বিপজ্জনক প্রভাব ফেলবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়েও সন্দেহের কথা জানিয়েছে পাকিস্তান।দেশটির দাবি,অতীতেও নিছক সন্দেহ ও কোনো প্রমাণ ছাড়া ধারণার ভিত্তিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এর আগে গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন,গণবিধ্বংসী অস্ত্র বিস্তার ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি ফার্মের ওপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায়,যুক্তরাষ্ট্রে এসব সংস্থার কোনও সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে এবং মার্কিনিরা তাদের সঙ্গে কোনও ব্যবসা করতে পারবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স (এনডিসি) দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করেছে এবং এনডিসি পাকিস্তানের শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্রসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য দায়ী।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares