সারাদেশ

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ: বাসচালককে ডেকে এনে মারধরের ঘটনায় তোলপাড়

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ২:৩৬:৪১ প্রিন্ট সংস্করণ

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ: বাসচালককে ডেকে এনে মারধরের ঘটনায় তোলপাড়

নওগাঁ প্রতিনিধি।।নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে এক বাসচালককে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী পুলিশ সুপার ও তার স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি নিয়ে মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনগুলোর নীরবতা ঘিরে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী,গতকাল নওগাঁ থেকে রাজশাহীগামী বাসে সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মণের স্বামী জয়ন্ত বর্মণ সিটবিহীন টিকিট কেটে বাসে ওঠেন।পরে তিনি অন্য এক যাত্রীর নির্ধারিত সিট দখল করে বসেন।বিষয়টি নিয়ে বাসের সুপারভাইজার আপত্তি জানালে বাসচালক বাদলকেও জড়িয়ে তর্কাতর্কি শুরু হয়।একপর্যায়ে জয়ন্ত বর্মণ স্ত্রীর প্রশাসনিক পরিচয় ব্যবহার করে বাসের চালক ও সুপারভাইজারকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ওই রাতেই বাসচালক বাদলকে সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মণের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। বাদলের অভিযোগ,সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।তিনি দাবি করেন,প্রথমে সহকারী পুলিশ সুপার নিজেই তার তলপেটে লাথি মারেন।পরে তার স্বামীসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে।

বাদলের ভাষ্যমতে,মারধরের সময় শরীরের সংবেদনশীল ও গোপন অঙ্গগুলোতে আঘাত করা হয়।

ঘটনার পর গুরুতর মানসিক ও শারীরিক আঘাতে ভুগছেন বলে জানান বাদল।তিনি বলেন, “আমি একজন সাধারণ শ্রমিক।নিয়ম অনুযায়ী কাজ করতে গিয়ে আজ আমাকে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে।”

এদিকে,এমন একটি গুরুতর অভিযোগের পরও ঘটনাটি এখনো মূলধারার গণমাধ্যমে তেমনভাবে উঠে আসেনি।শ্রমিক অধিকার নিয়ে দীর্ঘদিন সোচ্চার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কোনো প্রতিবাদ বা বিবৃতি দেখা যায়নি,যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন,অভিযোগ সত্য হলে এটি স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার এবং আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।একজন শ্রমজীবী মানুষকে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অফিসে ডেকে এনে নির্যাতন করার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তারা ঘটনার নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content