অপরাধ-আইন-আদালত

কেউ যদি মনে করে মামলার মাধ্যমে হয়রানি হচ্ছে সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে-নাহিদ ইসলাম

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকারও চায় না।কেউ যদি মনে করে মামলার মাধ্যমে হয়রানি হচ্ছে সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে।তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনীর মাধ্যমে,তথ্য দিয়ে, উসকানি দিয়ে সহায়তা করেছে,জনমত তৈরি করেছে,তারা সাংবাদিক,কবি,লেখক বা শিল্পী পরিচয়ে কেউ রেহাই পাবে না।’

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।তিনি বলেন,দ্রুততম সময়ে তদন্ত হবে।যদি কেউ জড়িত না হন তাহলে রেহাই পাবেন।তবে সাংবাদিক বা লেখক বা শিল্পী পরিচয়ে কেউ ছাড় পাবেন না।গণহত্যার সঙ্গে জড়িত বা উসকানি দিয়েছেন বা বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তারা কেউ ছাড় পাবে না।

নাহিদ বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ভালো হচ্ছে।তবে এখনও অনেক পুলিশ কাজে যোগ না দেওয়ায় কিছু সমস্যা রয়ে গেছে।তাদের মনোবল ফিরিয়ে এনে সংস্কার করতে কিছু সময় লাগবে। তাই দুই মাসের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব (ম্যাজিস্ট্রেসি ক্ষমতা) দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content