সারাদেশের খবর

কুষ্টিয়া ইবি থানা পুলিশের অভিনব কায়দায় মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ৩:২৩:০৭ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি!!কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী আটক।তবে অভিনব কায়দায় এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে আমরা জানতে পারি।

অফিসার ইনচার্জ ইবি থানা, আননুর যায়েদ এর দিক নির্দেশনায় এস আই ইউসুফ আলী, শাহীন এর নেতৃত্বে এস আই গৌতম, এস আই মোঃ জলিল, এ এসআই ইমদাদুল,সহ সঙ্গীয় ফোর্স সহ ইবি থানাধীন খেজুর তলা এলাকা থেকে গত ২৪/০৮/২২ ইং তারিখ ১৮০ পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet উদ্ধার সহ ১ জন আসামি গ্রেফতার করেন।

ইবি থানার নতুন অফিচার্জ ইনচার্জ আননুর যায়েদের যোগদানের পরেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।এইদিকে ইবি থানার চৌকস পলিশ এস আই ইউসুফ আলী বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলতে থাকবে।তবে এস আই ইউসুফ আলীর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ অভিযান সফল হয়েছে বলে আমারা জানতে পারি।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইবি থানায় মামলা রুজু হয়েছে।

আরও খবর

Sponsered content