সারাদেশ

কুষ্টিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৬:৩৯ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি।।কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া ও তালবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযানে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

রোববার (২৮ ডিসেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন সরাসরি জরিমানা আদায় করেন।অভিযানে করম আলী ও মোস্তাফিজুর রহমানের নিকট থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০-এর সংশোধিত ২০২৩ ধারার অধীনে এই জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে,অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং পরিবেশ ও নদী সংরক্ষণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content