অপরাধ-আইন-আদালত

কুড়িগ্রামে সাইবার নিরাপত্তা আইনে এক তরুণকে গ্রেপ্তার

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামে সাইবার নিরাপত্তা আইনে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রোববার রাতে রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিষাদু চন্দ্র দাস (২৭) রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে।গতকাল উমর মজিদ ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামের মহুবর আলী বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে বিষাদুকে আসামি করে থানায় মামলা করেন।তাঁর বিরুদ্ধে ওই আইনের ২৫, ২৮, ২৯, ৩১ ধারায় অভিযোগ করা হয়েছে।যাতে মানহানি ও ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত হানার অভিযোগ রয়েছে।

এ সম্পর্কে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন,ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।ওই তরুণ ইমাম হোসাইন নামের একটি ফেসবুক আইডিতে দেওয়া ইসলাম ধর্ম অবমাননার ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি ইমাম হোসাইন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে চট্টগ্রামে আইনজীবী হত্যা এবং টঙ্গীর ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে নিহত হওয়ার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়।বিষাদু চন্দ্র দাস তাঁর ফেসবুক আইডি থেকে ওই পোস্ট শেয়ার করেন।এ ঘটনার পর স্থানীয় জনতা বিষাদুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।পরে পুলিশ বিষাদুকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।এর পরিপ্রেক্ষিতে রাজারহাট থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল রংপুর থেকে বিষাদুকে গ্রেপ্তার করে।

 

আরও খবর

Sponsered content