সারাদেশ

কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৭ রাউন্ড গুলি উদ্ধার, আটক ১

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:০৪:২১ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৭ রাউন্ড গুলি উদ্ধার, আটক ১

বরিশাল প্রতিনিধি।।নগরীর কাউনিয়া থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রের ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে মোঃ জাকির হোসেন তার একটি পুরাতন স্টিলের আলমারি মেরামতের জন্য কাউনিয়া থানাধীন বিসিক এলাকার আকবর নামে এক কারিগরের দোকানে দেন।মেরামতের সময় আলমারির ভেতরে আগ্নেয়াস্ত্রের ৭টি গুলি সদৃশ বস্তু দেখতে পান আকবর।পরে তিনি বিষয়টি স্থানীয় জাহাঙ্গীরকে দেখান।

পরবর্তীতে গুলির বৈধতা যাচাইয়ের জন্য আলমারির মালিক মোঃ জাকির হোসেনকে দোকানে ডেকে আনা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে গুলিগুলো নিয়ে দোকান থেকে বের হয়ে যান এবং রাস্তার পাশে ফেলে দেন।পরে জাহাঙ্গীর রাস্তার পাশ থেকে ফেলে দেওয়া গুলিগুলো তুলে কাউনিয়া থানায় জমা দেন।

এ ঘটনার জেরে অভিযুক্ত জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ৭ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে স্থানীয় সাবেক বিসিসি কাউন্সিলর মামুনের অফিসে ডেকে নিয়ে জাহাঙ্গীরকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর ১২ জানুয়ারি ২০২৬ তারিখে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু পূর্বক অভিযান চালিয়ে পুলিশ একই দিন কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে অভিযুক্ত মোঃ জাকির হোসেন মিঞা (৫৭),পিতা- আবু আউয়াল মিয়া, মাতা- রওশন আরা বেগম,ঠিকানা- রওশন আরা মঞ্জিল, বনমালি গাঙ্গুলি ছাত্রীনিবাসের বিপরীতে,কলেজ রোড,নতুন বাজার,বিসিসি ১৯নং ওয়ার্ড,থানা- কোতোয়ালি মডেল, জেলা- বরিশাল—কে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে,উদ্ধারকৃত গুলি ও মারধরের ঘটনায় ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content