প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:২০:৪৭ প্রিন্ট সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধি।।নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করে রবিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
জানা গেছে,শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজারে সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।এ সময় পারভেজ নামের এক ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইউপি চেয়ারম্যানকে ইউএনওর উদ্দেশে বলতে শোনা যায়, ‘স্বাক্ষর করার আগে আমাকে বলেন।আমি এই ইউনিয়নের চেয়ারম্যান,মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে।’ তিনি আরও প্রশ্ন তোলেন,‘আপনি কেন মোবাইল কোর্টে আসলেন,কার কাছে জিজ্ঞেস করে আসছেন?’
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, “আমি এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান।জনগণের প্রতিনিধি হিসেবে এলাকায় কী হচ্ছে তা জানার অধিকার আমার আছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাকে কোনো তথ্য জানানো হয়নি।একজন মানুষ হিসেবেও আমাকে মূল্যায়ন করা হয়নি।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “ইউনিয়ন চেয়ারম্যানের অনুমতি নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে—আইনে এমন কোনো বিধান নেই।”
নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, “ঘটনার ভিডিওসহ প্রমাণাদি সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার যে আইনগত ব্যবস্থা নিয়েছে,সেটাই কার্যকর হয়েছে।”
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,মোবাইল কোর্ট পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা প্রদান,আদালত চলাকালীন বিরূপ মন্তব্য,আদালত অবমাননা,ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা আইনবহির্ভূতভাবে প্রয়োগ করেছেন চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া।এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।


















