ইসলাম ও জীবন

কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:৫০:২৪ প্রিন্ট সংস্করণ

কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়?

ইসলামী শরীয়াহ কী বলে

ইসলামী শরীয়াহ অনুযায়ী,স্বামী যদি চার মাস বা তার বেশি সময় কোনো বৈধ কারণ ছাড়া স্ত্রীর সঙ্গে সহবাস থেকে বিরত থাকে (যাকে ‘ইলা’ বলা হয়) এবং স্ত্রী এতে ক্ষতিগ্রস্ত হন, তাহলে স্ত্রীর কাজীর আদালতে বিচ্ছেদের আবেদন করার অধিকার রয়েছে।

তবে এই চার মাসের মধ্যে বা পরেও যদি স্বামী–স্ত্রীর মধ্যে পুনরায় মিলন ঘটে এবং সহবাস হয়,তাহলে

আগের বিয়ে বাতিল হয় না

নতুন করে আবার বিয়ে করার প্রয়োজন নেই

অর্থাৎ শুধু সহবাস না হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে বিবাহ ভেঙে যায় না।

বাংলাদেশের আইন অনুযায়ী

বাংলাদেশে পারিবারিক আইন ধর্মভেদে ভিন্ন:

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী,দীর্ঘদিন সহবাস না করা ও দাম্পত্য অবহেলা প্রমাণিত হলে স্ত্রী আদালতের মাধ্যমে বিচ্ছেদ চাইতে পারেন।

হিন্দু আইনে সহবাস না করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই,তবে নিষ্ঠুরতা বা দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণিত হলে আইনি প্রতিকার চাওয়া যায়।

আবার বিয়ে কখন প্রয়োজন হয়?

শুধু সহবাস বন্ধ থাকার কারণে আবার বিয়ে করার বাধ্যবাধকতা নেই।
তবে যদি—

বৈধভাবে তালাক বা বিচ্ছেদ সম্পন্ন হয়,

এরপর ইদ্দত শেষে পুনরায় একসঙ্গে সংসার করতে চান,

তাহলে নতুন করে বিয়ে (নিকাহ) প্রয়োজন হবে।

উপসংহার

সহবাস না হওয়া একটি দাম্পত্য সমস্যা হতে পারে,কিন্তু তা সরাসরি বিবাহ বাতিলের কারণ নয়।এ বিষয়ে ধর্মীয় আলেম, আইনজীবী বা পারিবারিক কাউন্সেলরের পরামর্শ নেওয়াই সবচেয়ে উত্তম।

আরও খবর

Sponsered content