প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৪:১৯:৪৩ প্রিন্ট সংস্করণ
কচুয়া উপজেলা প্রতিনিধি।।কচুয়া উপজেলার সিংড্ডা গ্ৰামে হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফতোয়াবাজ কতিপয় শালিসগন শালিসি বৈঠকে প্রকাশ্যে গৃহবধূকে বেত্রাঘাত করা হয়েছে। উক্ত শালিস বৈঠকে প্রকাশ্যে গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফুটেজ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি!

প্রত্যাক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন,স্থানীয় ইউপি সদস্য ফরিদ হোসেনের নেতৃত্বে কতিপয় শালিসগনের নির্দেশনায় ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে নেশাগ্রস্ত আলমগীর হোসেন এক গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে।এনিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ও এলাকায় চরমউত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে,সিংড্ডা গ্রামের মজুমদার বাড়ির আব্দুর রহিমের সাথে একই উপজেলার ভূইয়ার গ্রামের আকলিমার সঙ্গে সামাজিকভাবে বিবাহ হয়।বিয়ের পরে আব্দুর রহিম স্ত্রী ও সন্তান রেখে মারা যান।
পরবর্তীতে বিধবা আকলিমা সন্তানের কথা চিন্তা করে ওই গ্রামের পাটোয়ারি বাড়ীর আনোয়ার হোসেন পাটোয়ারির ছেলে আলমগীর হোসেন কে বিয়ে করেন।বিয়ে করার অপরাধে গতকাল বুধবার দুপুর ১২ টার সময় স্থানীয় ইউপি সদস্য সালিশ বৈঠক গঠন করেন,ওই সালিশ বৈঠকে গৃহবধূ আকলিমাকে ১শ বেত্রাঘাত করা হয়।আহত গৃহবধূকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে মেতে দেয়া হয়নি।
এব্যাপারে অভিযুক্তরা কেউ মন্তব্য করতে রাজি হননি।কচুয়া থানার ওসির বক্তব্য জানতে একাধিকবার কল করলেও রিসিভ করে কেটে দেন।পরে হোয়াটসঅ্যাপে প্রমানাদি দিয়ে বক্তব্য জানতে চাইলেও সদুত্তর পাওয়া যায়নি।
!https://www.facebook.com/shahadat.sumon.505/videos/1013500202986220/?mibextid=3FzEMzktubANZ1I6

















