প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৭:১১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বর্তমান সময়ে যারা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এবং দুর্নীতি উন্মোচনে কাজ করছেন,তাদের নাম ও পরিচয় এবং ছবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে।এই চক্রটি এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর ছবি তৈরি করে,সেগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন দুর্নীতিবাজ ব্যক্তির কাছে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষ সূত্রের তথ্য অনুযায়ী,চক্রটি সাংবাদিক পরিচয়ের আড়ালে কাজ করছে।তারা অনুসন্ধানী সাংবাদিকতার বিপক্ষে অবস্থান নিয়ে দুর্নীতিবাজদের স্বার্থরক্ষা ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।এতে একদিকে সাংবাদিকতা পেশার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে,অন্যদিকে প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা গুরুতর ঝুঁকির মুখে পড়ছে।
উদ্বেগজনক বিষয় হলো—যেকোনো পত্রিকায় অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হলেই চক্রটি সক্রিয় হয়ে ওঠে এবং দুর্নীতিবাজদের পক্ষে অনুসন্ধানী সাংবাদিকতাকে ঘায়েল করার অপচেষ্টা চালায়।
বিশেষভাবে,এই সংঘবদ্ধ চক্রটির কার্যক্রম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সক্রিয় হওয়া শনাক্ত হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি,এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড যাতে দেশে সাংবাদিকতার স্বাধীনতা ও অনুসন্ধানী কাজের মান ক্ষুণ্ণ না করে,তার জন্য দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
এআই প্রযুক্তির অপব্যবহার করে সাংবাদিকদের পরিচয় ও কার্যক্রমকে বিভ্রান্তিকর উদ্দেশ্যে ব্যবহার করা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ।যথাযথ তদন্ত ও নিয়ন্ত্রণ ছাড়া,এটি ভবিষ্যতে আরও বড় ধরনের প্রতারণা ও সাংবাদিক নির্যাতনের পথ সুগম করতে পারে।

















