সারাদেশ

ওসিলা ও আকীদা বিষয়ে পীর ছাহেব কেবলার বক্তব্য: বরিশালে ঈছালে ছওয়াব মাহফিল

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:১৮:২৩ প্রিন্ট সংস্করণ

ওসিলা ও আকীদা বিষয়ে পীর ছাহেব কেবলার বক্তব্য: বরিশালে ঈছালে ছওয়াব মাহফিল

বরিশাল প্রতিনিধি।।আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন,ওসিলা (মাধ্যম) ইসলামের স্বীকৃত ও প্রতিষ্ঠিত একটি আকীদাগত বিষয়। মানবজাতির প্রথম ওসিলা প্রদান করা হয়েছে হযরত আদম (আঃ)-এর মাধ্যমে।এরপর যুগে যুগে নবী-রাসূলগণ, সাহাবায়ে কেরাম ও আল্লাহর নেককার বান্দাগণ ওসিলাকে অবলম্বন করেছেন।

তিনি বলেন,মানুষের নেক আমল তার সৌভাগ্যের ওসিলা, আর বদ আমল তার পদস্খলনের কারণ।উম্মতের নাজাতের সর্বশ্রেষ্ঠ ওসিলা হলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)। অথচ বর্তমানে আলেম নামধারী একটি গোষ্ঠী ওসিলাকে অস্বীকার করছে,যা অত্যন্ত দুঃখজনক।বাস্তব জীবনে প্রতিটি কাজ সম্পাদনের ক্ষেত্রেই মাধ্যম বা ওসিলা অন্বেষণ করা হয়—এটি অস্বীকার করার সুযোগ নেই।যারা ওসিলাকে অস্বীকার করে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পীর ছাহেব কেবলা আরও বলেন,কাউকে অনুসরণ করার ক্ষেত্রে বাহ্যিক সাজসজ্জা বা চেহারা নয়,বরং তার ঈমান, আখলাক,আমল ও সঠিক আকীদা—এই বিষয়গুলোই মূল মানদণ্ড হওয়া উচিত।

মতভেদ ও ঐক্য প্রসঙ্গে বক্তব্য

তিনি বলেন,সঠিক আকীদার আওতায় বিভিন্ন মাসলাকের অনুসারীদের নিজ নিজ মত প্রকাশের অধিকার রয়েছে। তবে শাখা মাসআলার মতভেদকে কেন্দ্র করে সমাজে বিশৃঙ্খলা, ফেতনা ও ফাসাদ সৃষ্টি করা যাবে না।যারা আল্লাহর সুস্পষ্ট হুকুমের বিপরীতে নিজেদের বিভ্রান্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মনগড়া বিধানকে প্রাধান্য দেয়,তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ চলতে পারে না।

মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন,এই ঐক্য অবশ্যই ইস্যুভিত্তিক ও নীতিনিষ্ঠ হতে হবে।

মাহফিলের প্রেক্ষাপট

গতকাল বরিশাল নগরীর আমানতগঞ্জে মাওলানা মির্জা ইয়াছিন মঞ্জিলে ওলিয়ে কামেল হযরত মাওলানা মির্জা ইয়াছিন বেগ (রহঃ), ছারছীনার মরহুম পীর বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এবং মরহুম হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ (রহঃ)—এই তিন মনীষীর বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মাওলানা মির্জা কেফায়েতুর রহমান বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও আলোচনা করেন—বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ,নায়েবে আমীর ও বরিশালের ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

দোয়া ও মোনাজাত

মাহফিলের শেষ পর্বে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content