প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১১:১৪:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলা ও বাঙালির স্বাধীনতা ও মুক্তি অর্জনের ইতিহাসে আজ এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই সদ্য স্বাধীন বাংলাদেশের বিজয় পূর্ণতা লাভ করে।

১৯৭১ সালে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে মহান বিজয়।১৬ ডিসেম্বর বিজয় এলেও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় বিজয়ের আনন্দ ছিল অসম্পূর্ণ।যাঁর নেতৃত্ব ও আহ্বানে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল,তাঁর অনুপস্থিতিতে জাতি গভীর শূন্যতা অনুভব করছিল।
বিশ্ব জনমতের তীব্র চাপ এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধির বিশেষ কূটনৈতিক উদ্যোগে পরাজিত পাকিস্তান সরকার অবশেষে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন।এরপর লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি ঢাকায় প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু।
ঢাকায় পৌঁছালে লাখো মানুষের ভালোবাসা ও আবেগঘন সংবর্ধনায় সিক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের আহ্বান জানান এবং গণতান্ত্রিক,অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবছর ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা,র্যালি এবং বিশেষ কর্মসূচির মাধ্যমে এই ঐতিহাসিক দিনের তাৎপর্য স্মরণ করে।

















