শিক্ষা

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত নম্বর দেয়ার নীতি অব্যাহত থাকবে-রফিকুল আবরার

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৬:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন,এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত নম্বর দেয়ার নীতি অব্যাহত থাকবে।যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন অসম্ভব।তাই নম্বর বাড়ানোর সংস্কৃতি কখনোই ফিরে আসবে না।

শনিবার ফরিদপুর অঞ্চলের শিক্ষক,অভিভাবক ও শিক্ষা-অংশীজনদের নিয়ে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।ফরিদপুর,রাজবাড়ী,গোপালগঞ্জ ও পাশের এলাকার শতাধিক শিক্ষক এতে অংশ নেন।

সভায় সম্মানিত অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন,বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক বি.এম. আব্দুল হান্নান,সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা,অতিথিরা ও বিশিষ্ট নাগরিক।

শিক্ষা উপদেষ্টা এ সময় আরো বলেন,অতীতে শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা পরিচালনায় মারাত্মক অব্যবস্থাপনার কারণে উদ্বেগজনক সংকট সৃষ্টি হয়েছে।ডায়ালিসিস, ক্যান্সারসহ গুরুতর রোগে আক্রান্ত শিক্ষক বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ না পাওয়া অমানবিক।আমরা এর দ্রুত সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছি,যোগ করেন শিক্ষা উপদেষ্টা।

শিক্ষকদের টাকা পাওয়ার সমস্যা সমাধানে ইতোমধ্যে অতিরিক্ত জনবল নিয়োগ,হিসাবপত্র হালনাগাদ ও সরকারের অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তিনি আশা প্রকাশ করেন,অল্প সময়ের মধ্যেই বকেয়া অর্থের নিষ্পত্তি শুরু হবে।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে।যারা রাজনীতি করতে চান,তারা রাজনীতিতেই যুক্ত হোন,কিন্তু শ্রেণিকক্ষের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখতে হবে।শিক্ষা ও রাজনীতির অনাকাঙ্ক্ষিত সংমিশ্রণ বহু প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে।

আরও খবর

Sponsered content