জাতীয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন

  প্রতিনিধি ৭ জুন ২০২৪ , ৫:৫৭:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাজেটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর রয়েছে।এখন থেকে মাসের প্রথম দিন ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন তারা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান,এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইএফটি-তে প্রদানের কাজ চলমান রয়েছে।ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে।

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে।এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায়।

আরও খবর

বিজয় দিবস উদযাপনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

বিশ্ব মোড়ল তারাই যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে আর বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?;-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ১০ দশমিক ২ শতাংশ-জিডিপির প্রবৃদ্ধি কমবে-এডিবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের হুঁশিয়ারী সাদিকের

নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে মানুষ লাভবান হবে কি না,তা পর্যালোচনা করতে হবে-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

Sponsered content