জাতীয়

এবার সাংবাদিকরা কর্মসূচি ঘোষণা করেছে

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৪ , ৫:৫৯:০৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চলমান কোটা সংষ্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শিক্ষার্থীর মৃত্যু,নির্যাতন ও সারা দেশে গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দুই সাংবাদিক সংগঠন।

শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশের কথা জানায় সংগঠন দুইটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,চলমান কোটাসংষ্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা,নির্যাতন ও সারা দেশে অন্যায়ভাবে গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ করবে।

ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদের প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এদিকে শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’ সমাবেশ করেছেন ছাত্র,শিক্ষক ও জনতা। আগামী রোববারের (৪ আগস্ট) প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা।

আরও খবর

Sponsered content