বিনোদন

এবার বিচারক হচ্ছেন পিয়া জান্নাতুল

  প্রতিনিধি ১৩ জুন ২০২৪ , ৫:০০:৪৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।শোবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল।মডেল,অভিনেত্রী ও আইনজীবী- তিন পরিচয়েই জনপ্রিয় তিনি।সম্প্রতি আইনজীবীর পোশাকে লাবণ্যময়ী হাসি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

নতুন খবর হলোএবার তিনি হাজির হতে যাচ্ছেন বিচারক হিসেবে।ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে রম্য বিতর্ক অনুষ্ঠান।এবারের বিতর্কের বিষয় ‘বিয়ের আগে প্রেম জমে,বিয়ের পরে প্রেম কমে’। রুবাইয়াত রাকিবের গবেষণা ও উপস্থাপনায় এখানে অংশ নিয়েছেন দেশের স্বনামধন্য বিতার্কিকরা। এই রম্য বিতর্কের বিচারকের দায়িত্ব পালন করেছেন পিয়া জান্নাতুল।

আল মামুনের প্রযোজনায় ঈদের তৃতীয় দিন দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রম্য বিতর্ক।

আরও খবর

Sponsered content