প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৫:২১:৫৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।এক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) নেতাদের মুখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনতে হয়েছে দলটির অন্যতম মুখ নাহিদ ইসলামকে। হঠাৎ এমন স্লোগানে বিব্রত পরিস্থিতিতে পড়েন তিনি এবং কর্মসূচি ঘিরে কিছু সময়ের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,কর্মসূচির একপর্যায়ে উপস্থিত জনতার একটি অংশ এনসিপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করে।এ সময় মঞ্চে থাকা নাহিদ ইসলামের মুখভঙ্গি ও আচরণে স্পষ্টভাবে বিব্রতভাব লক্ষ্য করা যায়। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও স্লোগানের কারণে বক্তব্যে ছন্দপতন ঘটে।
স্লোগানকারীদের অভিযোগ,এনসিপি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের রাজনীতিতে স্বচ্ছতার অভাব রয়েছে।তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলাম বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,সাম্প্রতিক সময়ে এনসিপিকে ঘিরে জনমনে যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হচ্ছে,এ ধরনের স্লোগান তারই বহিঃপ্রকাশ হতে পারে।সামনে দলটির রাজনৈতিক অবস্থান ও জনসম্পৃক্ততা কীভাবে জোরদার করা যায়,সে বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে এই ঘটনা।
















