সারাদেশ

এক স্কুলেই ১০ জোড়া যমজ ভাই-বোন

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ১১:০৩:৫৬ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁও সদর মুথরাপুর পাবলিক হাই স্কুলে ১০ জোড়া যমজ ভাইবোন পড়াশোনা করছে।

জানা গেছে,বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণিতে পড়ে তাহসিন-তাসনিম ও সান-মুন,সপ্তম শ্রেণিতে পড়ে কার্তিক-গণেশ,হাবিব-হাফিজ ও সুমাইয়া-সাদিয়া,অষ্টম শ্রেণিতে শুভ-সৌরভ, নবম শ্রেণিতে হাসি-খুশি ও তাহবি-তাসবি এবং দশম শ্রেণিতে পড়াশোনা করে আবিদ-অমিত ও রাহুল রাহা- চঞ্চল রাহা।যমজ ভাইবোনদের চেহারায় মিল থাকায় তাদের পরিচয় নিশ্চিত করতে খানিকটা বিড়ম্বনা হলেও তাদের নিয়ে ক্লাস করার বিষয়টি বেশ উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা।দুইজন একসঙ্গে বেড়ে ওঠাকে বেশ গর্বের সঙ্গে দেখছে যমজ ভাইবোনেরা৷

মুথরাপুর পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন,আমাদের প্রতিষ্ঠানে ২০ জন যমজ ভাইবোন পড়াশোনা করে।তাদের নামগুলো প্রায় একই রকম ও চেহারার মিলও দেখা যায়।সে কারণে কোনটা কে সেটা বুঝতে বিড়ম্বনায় পড়তে হয়।তবুও আমরা যমজদের বিষয়টি বেশ উপভোগ করছি।এ ছাড়াও আমি লক্ষ্য করেছি তাদের মেধাও প্রায় সমান।একজনের শ্রেণির রোল নম্বর দুই হলে অপরজনের তিন হয়।তাদের আচার-আচরণ,পোশাক পরিচ্ছদ একই রকম। তারা একসঙ্গে থাকতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে।

আরও খবর

Sponsered content