সারাদেশ

এক কোটি টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ করেছে-বিজিবি

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ৪:৫৪:০৬ প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিকালে বাংলাদেশের খেদাব্রীজ এলাকা থেকে মোবাইলগুলো জব্দ করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি ৪৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।

রোববার সকালে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি জানান,”শনিবার বিকালে খেদাব্রীজ এলাকা দিয়ে ভারত থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

“টহল দল ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল জব্দ করে।জব্দকৃত মোবাইলের সিজার মূল্য প্রায় ১ কোটি টাকা।মোবাইলগুলো সীতাকুণ্ড কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অভিযানে বৃহৎ এই চোরাচালানটি জব্দ করা হয়েছে। ”

বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে,যা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

আরও খবর

Sponsered content