খেলাধুলা

একাত্তর টেলিভিশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় মুশফিকের পাশে থাকবে-বিসিবি

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ২:৪৭:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মিরপুর টেস্টের ফল ছাপিয়ে আলোচনায় মুশফিকুর রহিম।প্রথম ইনিংসে তার আউট নিয়ে মনগড়া, অসত্য,উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশন করায় ‘একাত্তর টেলিভিশন’ কর্তৃপক্ষকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।পরে বিসিবি প্রধান নাজমুল হোসেন জানিয়েছেন,এ ব্যাপারে মুশফিকের পাশে থাকবেন তারা।

নিউ জিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যাওয়া ম্যাচের প্রথম দিন ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হন মুশফিক।ব্যাটিংয়ের সময় গ্লাভস হাতে বল ধরায় বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এভাবে আউট হন তিনি।সেদিনই সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে আইসিসি ও বিসিবিকে তদন্তের আহ্বান জানানো হয় একাত্তরের একটি প্রতিবেদনে।

পরে অবশ্য ফেইসবুক,ইউটিউবসহ নানা প্লাটফর্ম থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয় একাত্তর।গত শুক্রবার রাতে একটি ফেইসবুক পোস্টে এই নিউজের জন্য মুশফিকের কাছেও ক্ষমা চায় তারা।পরদিনই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠান বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।

মিরপুর টেস্টেরর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে রোববার মাঠে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন বিসিবি প্রধান।সেখানে তিনি এই বিষয়ে মুশফিকের পাশে থাকার কথা বলেন।

“অবস্থা পাল্টাচ্ছে।আপনি যে ঘটনাটা বলছেন,একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই মানুষ বেশি খেত।… এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে মানুষ কিন্তু এখন উল্টো কথাও বলছে, ‘এরা তো ক্রিকেটকে ধ্বংস করার জন্য নেমেছে।’এমন কথাও বলছে,অবিরাম।তাই আমরা এটা জানি। এই জিনিসটাই তো আমরা চাচ্ছি,আমরা এর জন্য অপেক্ষা করছি।সবাই জানুক,তারপর বিসিবির যা করার তা তো করবেই।”

“ক্ষমা চাইলেই কি শেষ?এখানে দুটো অংশ আছে,একটা ভিকটিম,আরেকটা আমরা যাদের উপর ভিকটিমরা নির্ভর করে।তো দুজনেরই ভূমিকা আছে।ভিকটিমের কাজটা ভিকটিম করেছে।ভিকটিম যদি কিছু না করে তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই।অন্য খবরগুলোতে আমাদেরকে যদি কিছু না জানায়,তাহলে কিছু করার থাকে না।আমি আজকে এসে শুনেছি,এটা নিয়ে হয়তো কোনো একটা স্টেপ নিয়েছে মুশফিক।এখন যা করণীয় বিসিবি করবে।”

মুশফিককে নিয়ে বিতর্কিত এই প্রতিবেদনের প্রসঙ্গ ধরেই সামনে এসেছে পুরনো একটি নিউজ।কিছু দিন আগে একাত্তর দাবি করেছিল,প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের ছেলে চাইক হাথুরুসিংহে দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেটারদের তথ্য পাচার করছেন।নাজমুল হাসান ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

“তাকে আমরা ইন্টার্নশিপ করতে দিয়েছি বিসিবিতে।সে ইন্টার্নশিপ করতে এসেছিল।”

বিভিন্ন সময়ে গণমাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।কিন্তু এসব নিয়ে বিসিবি কখনও দৃঢ় কোনো ভূমিকা নেয়নি।এটা কি তাদের উদারতা?

“উদারতা না,সত্যিটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, এমনিতেই হয়ে যাচ্ছে। আমি আপনাকে কেবল এইটুকুই বললাম।আপনারা কেবল একটা গ্রুপকে দেখছেন।আমাদের কাছে অন্যান্য গ্রুপরা ধারাবাহিকভাবে সব কিছুই পাঠাচ্ছে। সবকিছুর একটা সীমা আছে।যখন এই সীমা অতিক্রম করে যায়,তখন মানুষ বোঝে এটা আসলে সাংবাদিকতা না আর কিছু।”

“আমি উনাদের (বোর্ড পরিচালকদের) সঙ্গে বসেছি,কথা বলেছি।আমার মতামত তাদেরকে জানিয়েছি।আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন।আমরা কী করছি,না করছি আপনারা তা জেনে যাবেন।”

আরও খবর

Sponsered content