বিনোদন

একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে চলছে রাজ-পরীমনির সংসার

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২৩ , ৫:৩৬:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বছরের শুরুতেই স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের অবনতির কথা জানান পরীমনি।বছর শুরুর দিনগুলোতে ঝড়ঝাপটা কম যায়নি তার।একটা সময় বিবাহ বিচ্ছেদের কথাও ঘোষণা করেন অভিনেত্রী।সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে রাজের সঙ্গেই ফের সংসার করছেন পরী।একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে চলছে রাজ-পরীমনির সংসার।

সবসময় বিভিন্ন কারণে আলোচনায় আসেন পরীমনি।তাই আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।জানালেন তিনি নতুন করে প্রেমে পড়েছেন।তবে সেটা তার স্বামী শরিফুল নয়।

কোনো আড়াল বা রাখঢাক নয়।বরাবরের মতো এবারও প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি প্রেমে পড়েছেন।আর যার প্রেমে তিনি পড়েছেন তিনি হলেন অভিনেতা মাহফুজ আহমদ।

পরীমণি তার সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতাকে নিয়ে লেখেন,কী রোম্যান্টিক লুক।প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’ঘটনা হলো সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা ছবির গান মেঘের নৌকা মুক্তি পেয়েছে।আর এই ছবিতে নায়কের ভূমিকায় আছেন মাহফুজ।সেটিতে তার চরিত্রের নাম মনা।ফলে পরীমণি যে প্রহেলিকা ছবির নায়কের রূপে মজেছেন সেটা স্পষ্ট।

তিনি তার পোস্টে আরও লেখেন,কী সুন্দর মিষ্টি একটা গান!যেমন সুন্দর গানের কথা,সুর,গায়কি,লোকেশন আর শিল্পীরা।কিন্তু এত সব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইল মনার দিকে।মানে মাহফুজ় আহমেদ।কী রোম্যান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’

চয়নিকা চৌধুরীর এই ছবিতে মাহফুজের বিপরীতে দেখা যাবে শবনম বুবলিকে।তবে পরীমনি যে কেবলই মাহফুজের প্রশংসা করেছেন সেটা নয়।তিনি একই সঙ্গে পরিচালকের প্রশংসাও করেন।

লেখেন,চয়নিকা চৌধুরী,তুমি সত্যিই অসাধারণ।এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো,তার আরও একটা উদাহরণ হয়ে রইল।আমার গর্ব হয় তোমার জন্যে। আমরা নিশ্চয়ই গর্ব করে বলতে পারি,আমাদের একজন চয়নিকা চৌধুরী আছেন।’

আরও খবর

Sponsered content